ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুরু হচ্ছে  ‘উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ১০ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

শুরু হচ্ছে ‘এসএমসি স্মার্ট পিল প্রেজেন্টস, উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো-২০২১’। আগামী ১২ ও ১৩ মার্চ রাজধানীর ওয়েস্টিন হোটেলের বল রুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনের এই জমকালো অনুষ্ঠান। মূলত ১২ মার্চ বিকেল ৩টায় মূল অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং বর্তমান শিক্ষামন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি ভার্চুয়ালে যোগ দিবেন।

এ উপলক্ষে আজ ৯ মার্চ হোটেল ওয়েস্টিনের ব্রোনজ রুমে বিকাল ৪টায় একটি প্রেস মিটের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এসএমসি ইন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার (হেড অব মার্কেটিং) খন্দকার শামীম রহমান, রুপায়ন সিটি উত্তরার জেনারেল ম্যানেজার ব্র্যান্ড মার্কেটিং গোস্বামী অসিম, রুপায়ন সিটির হেড অব সেলস রেজাউল হক লিমন, ই-কমার্স সাইট দারাজের সিনিয়র এক্সিকিউটিভ, পিআর অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ ফয়েজ, দ্য ওয়েস্টেন ঢাকার হোটেল ম্যানেজার ইনচার্জ(সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আল আমীন।

অনুষ্ঠানটির আয়োজক কমিটির পক্ষ থেকে উইমেন লিডারশিপ করপোরেশন (ডাব্লিউ এলসি)-এর প্রেসিডেন্ট মারিয়া মৃত্তিক, কে এস গ্রুপের সিইও নুসরাত চৌধুরী, উইম্যান ক্যানের ফাউন্ডার অ্যান্ড অ্যাডমিন নম্রতা খান, ডিজিটাইকনের ডিরেক্টর নাবিলা করিম, কো-ফাউন্ডার, ঢাকা টকিজ এবং জাজ মাল্টিমিডিয়ার কনসালটেন্ট রমিম রায়হান উপস্থিত ছিলেন।

এই আয়োজন নিয়ে উইমেন লিডারশিপ করপোরেশন (ডাব্লিউ এলসি)-এর প্রেসিডেন্ট মারিয়া মৃত্তিক বলেন, যেসব নারীরা সমাজে নিজ উদ্যোগে প্রতিনিয়ত নতুন কিছু সৃষ্টি করেছেন এবং সকল বাধা বিপত্তি পেরিয়ে নিজ জায়গাতে সফলতা পেয়েছেন, মূলত তাদের জন্যই আমার এবারের আয়োজন। এতে বিভিন্ন ক্যাটাগরিতে এমন ১৬ জন নারীকে সম্মাননা দেওয়া হবে অনুষ্ঠানে। 

পাশাপাশি লাক্স তারকা বিদ্যা সিনহা মিম, মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়ার চমৎকার ড্যান্স পরিবেশনা তো থাকছেই। ড্যান্স পরিবেশনায় থাকছে ঈগলস। থাকবে জনপ্রিয় শিল্পী কনার গানও। আর দেশের টপ মডেলদের নিয়ে থাকছে ফ্যাশন শো। যার কোরিওগ্রাফি করবেন আসাদ খান। 

যেসব ক্যাটারগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে: 
১. করপোরেট প্রফেশনাল, ২. কন্ট্রিবিউশন ইন এডুকেশন ৩. ওয়েডিং ইভেন্ট প্ল্যানার ৪. ইভেন্ট অর্গানাইজার, ৫. বেকার ৬. মেকআপ আর্টিস্ট ৭. ফ্যাশন ডিজাইনার ৮. মডেস্ট ক্লোথিং ৯. ফটোগ্রাফার ১০. রেস্টুরেন্ট ১১. কন্ট্রিবিউশন ইন উইমেন ইমপাওয়ারমেন্ট ১২. পাইওনিয়ার ইন হারবাল প্রোডাক্ট ১৩. জুয়েলারী ডিজাইনার ১৪. বেস্ট পার্টনার উইমেন ইন পেমেন্ট টেকনোলজি ১৫. কন্ট্রিবিউশন ইন লেদার ইন্ডাস্ট্রি এবং ১৬. ইনফ্লুয়েন্সার।

আগামী ১২ মার্চ এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার ৩ আসনের সাবেক এমপি সৈয়দা সায়েরা মহসিন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশনের কন্ট্রি ম্যানেজার রুবাবা দৌলা মতিন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর (প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট) ফাহিমা চৌধুরী মনি, রেডক্রসের আর্ন্তজাতিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশনের অ্যাডভাইজর মাহমুদা চৌধুরী, মুক্তিযোদ্ধা এবং ইন্টা: মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডিরেক্টর নাসরিন রাব রুবা, রেড বিউটি স্টুডিও অ্যান্ড সেলুন এবং উজালা লিমিটেডের কর্ণধার আফরোজা পারভীন, আনুখির ডিজাইনার হুমায়রা খান, বিবিয়ানা ফ্যাশন হাউজের কর্ণধার লিপি খন্দকার, টিভি ব্যক্তিত্ব দিলারা জামান, শর্মিলী আহমেদসহ আরও অনেকে। 

১৩ মার্চের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজিএমইএ-এর সভাপতি এবং মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। 

১২ তারিখের অনুষ্ঠানে সফল নারী লিডারশিপদের ১৬টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। পাশাপাশি ‘ল্যাবএইড’-এর হেলথ সেশন থাকছে। এদিকে লাক্স তারকা বিদ্যা সিনহা মিম, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়ার ড্যান্স, জনপ্রিয় গায়িকা কনার গান, জমকালো ফ্যাশন শোসহ থাকছে অনেক চমক।
 
এসএমসি স্মার্ট পিল প্রেজেন্টস, ‘উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১’ শীর্ষক এ অনুষ্ঠানটি পরিচালনায় থাকছে রুপায়ন সিটি। সমর্থনে থাকছে দারাজ। সঙ্গী হিসেবে থাকছে পিওরিটি ও উইমেন ক্যান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি